Wednesday, July 22, 2020

The 3 main Nadis - Energy Channels - Bengali Article

তিনটি নাড়ী বা পথ

১) ইড়া নাড়ী বা বাম পথ :- সুস্থ ইড়া নাড়ী বা বাম পথ আমাদের আবেগপ্রবণ জীবনে ভারসাম্য আনে | কিন্তু অত্যধিক বামদিকে বা অতীতে চলে গেলে আমরা অলস হয়ে পড়ি, সহজেই অপরের প্রাধান্য এবং আত্মানুকম্পার স্বীকার হই। 

অগ্নি ও পৃথ্বী তত্ত্ব এই নাড়ী পরিশুদ্ধ করে তোলে।



২) পিঙ্গলা নাড়ী বা দক্ষিণ পথ :- সুসম দক্ষিণ পথ আমাদের পরিচালনশক্তি, যা আমাদের সৃষ্টিশীলতা ও সমগ্র কাজের শক্তি প্রদান করে। কিন্তু অতিমাত্রায় দক্ষিণ পথের ব্যবহার ঘটলে
আমরা শুষ্ক হয়ে পড়ি, অতিরিক্ত বিচার বিশ্লেষণের এবং অপরের প্রতি প্রভাব বিস্তারের প্রবণতা বৃদ্ধি পায়।

 জলতত্ত্ব দক্ষিণ পথের অতিরিক্ত উষ্ণতা প্রশমিত করে শীতলতা প্রদান করে।





৩) সুষুম্না নাড়ী বা মধ্য পথ :- আমরা যখন মধ্য নাড়ীতে অবস্থান করি তখন আমরা ভারসাম্যপূর্ণ হয়ে উঠি এবং আমাদের উত্থান সন্ভব হয়। নিয়মিত ধ্যান মধ্য নাড়ীকে শক্তিশালী ও উন্নত করে তোলে,আমাদের মধ্যে শান্তি ও প্রসন্নতার বিকাশ সাধন করে।

Thursday, July 16, 2020

Nirmal Gyaan Anushthaan - Online Seminar in Bengali

নির্মল জ্ঞান অনুষ্ঠান  - অনলাইন সেমিনার বাংলা ভাষায়

পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সামুহিকতা, শ্রী মাতাজীর কৃপায় সহজ যোগের অনলাইন সেমিনার সিরিজ বাংলা ভাষায় পরিচালনা করতে চলেছে, সহযোগের বিভিন্ন আঙ্গিকের উপর ভিত্তি করে। 

আমাদের পরিকল্পনা রয়েছে, প্রত্যেক মাসে একটি করে অধিবেশন বা সেশন রাখার, যাতে শ্রী মাতাজীর থেকে সহজ যোগীরা, সহজ যোগের অপূর্ব সব আঙ্গিক, ও শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়। প্রথম অধিবেশনটি শুরু হবে জুলাই 2020 তে। 

অনলাইন বাংলা সেমিনার --প্রথম অধিবেশন/লাইভ সম্প্রসারণ হবে

Nirmalgyanprogram/YouTube

https://youtu.be/8DFSLWjvM3s

 চ্যানেলে, রবিবার 19 শে জুলাই 2020, সকাল সাড়ে 11.30  টায়। 

Nirmal Gyan Program (NGP) 
এর উপস্থাপনায়, ত্রিস্তরী ধ্যানের গুরুত্ব। 
আয়োজক: সহজ যোগ কলকাতা(পশ্চিমবঙ্গ ও উত্তর -পূর্ব ভারতের সামুহিকতার পক্ষ থেকে)
যোগাযোগ: ইমেল: nirmalgyanprogram@gmail.com, 9831396831



Sunday, July 12, 2020

Benefits of Sahaja Yoga - Bengali Article

নিয়মিত সহজযোগ ধ্যানের উপকারিতা:-

@ আমরা শান্ত ও অবিচলিত হয়ে উঠি। মানসিক চাপ ও উত্তেজনা প্রশমিত হয়।

@ শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়।

@ নিদ্রা সুগভীর ও অবদমিত হয়ে থাকে।

@ পারিবারিক জীবন এবং সকল সম্পর্ক শান্তিময় হয়ে ওঠে।

@ আপনা থেকেই ধূমপান, মদ্যপান, বিচরণশীল দৃষ্টি ইত্যাদি কু-অভ্যাসগুলি চলে যায়।

@ সাধারণ গৃহী জীবন যাপন করতে করতেই আধ্যাত্মিক জীবনের গভীরতা অনুভব ও উপভোগ করা সম্ভব হয়।

@ অন্তঃস্থিত সচেতনতার মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করা সম্ভবপর হয়। 





The Subtle System - Bengali Article

সূক্ষ্ম যন্ত্র 

           
প্রত্যেক মনুষ্য দেহের মধ্যেই তিনটি নাড়ী এবং সাতটি চক্র-র এক সূক্ষ্ম  যন্ত্র আছে।

চক্রগুলি অর্থাৎ সূক্ষ্ম শক্তি কেন্দ্রগুলি আমাদের জীবনের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। প্রবৃত্তিজাত জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রণ হয় নিচের চক্রগুলিতে; উপরের কেন্দ্রগুলি নিয়ন্ত্রণ করে হৃদয় ও মনকে; সর্বোচ্চ আধ্যাত্মিক উন্নতির স্থিতি সহস্রার ও তার উপরে ঘটে থাকে। আমাদের সারতত্ত্ব হ'ল আত্মা বা চৈতন্য, যা বাম হৃদয়ে অবস্থিত।

কিন্ত তাকে জানতে আমাদের প্রয়োজন চিত্তের বহির্মূখী প্রবাহকে অন্তর্মূখী করে প্রকৃত সত্যকে সাক্ষীরূপে প্রত্যক্ষ করা ।তবে এই ব্যবস্থা অতিশয় সুবিন্যস্ত। সেক্রাম বা পবিত্র অস্থিতে সুপ্ত অবস্থায় স্থিত কুন্ডলিনী অর্থাৎ সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি উপযুক্ত সময়ে জাগৃত হলে উর্ধগতি প্রাপ্ত হয় এবং তখনই চিত্ত অন্তর্মূখী হয়।



এ সময়ে আমাদের চিন্তাও অপসারিত হয় এবং আমরা চিন্তাশুণ‍্য সচেতনতার এক স্বচ্ছ অবস্থায় অর্থাৎ নির্বিচারিতায় প্রবেশ করি । এটাই আত্মসাক্ষাৎকারের প্রথম স্তর ।

সহজযোগ-এর আর একটি লাভ হ'ল আমাদের 'স্পন্দন-জনিত অনুভূতি" উপলব্ধি করার ক্ষমতা অর্জন অর্থাৎ আমাদের মধ্যস্থিত সূক্ষ্মযন্ত্রের অবস্থা সম্পর্কে অবগত হওয়া। শক্তিকেন্দ্র বা চক্রগুলির অবস্থা তখন আমরা হাতে অনুভব করতে পারি। (প্রথম রঙ্গিন চিত্রটি দ্রষ্টব্য)

কোন আঙ্গুলে হাল্কা সূচ ফোটানোর বা ব্যাথার অনুভূতি, সেই বিশেষ চক্রে বাধা বলে পরিগণিত হয়; তা বাম হাতে হলে বাম নাড়ীতে, ডান হাতে হলে ডান নাড়ীতে এবং দু'হাতে হলে  মধ্য নাড়ীতে সেই চক্রে বাধার নির্দেশ করে। হাতের দুই তালুভাগে শীতল বায়ু অবিরত প্রবাহিত হলে তা চৈতন্য লহরীর বাধাহীন প্রবাহকেই নির্দিষ্ট করে ।

 (প্রথম রঙ্গিন চিত্রটি দ্রষ্টব্য।)

What is Sahaja Yoga? Bengali Article

সহজ যোগ কি?


সহজ শব্দটির অর্থ হল “সহজাত, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত' এবং যোগ হ'ল “ঐশ্বরিক শক্তির সাথে যোগ স্থাপন"। প্রত্যেক মানুষই এক অতি সুক্ষ্ম দেহযন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে, যার জাগরণ হ'লে সহজ যোগ, অর্থ|ৎ “ঈশ্বরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মিলন', ঘটে। 

এই অভিজ্ঞতা, যাকে 'আত্মসাক্ষাৎকার' বলা হয়, তা প্রত্যেক ধর্মশাস্ত্রেও বর্ণিত; কিন্তু সহজ যোগ এই কারণেই স্বতন্ত্র যে আত্মসাক্ষাৎকারই অন্তিম লক্ষ্য না হয়ে এখানে আধ্যাত্মিক উত্থানের শুরু হয় আত্মসাক্ষাৎকার-এর পর। এই সুপ্ত শক্তি অর্থাৎ কুন্ডলিনী-র জাগরণের জন্য শুধুমাত্র প্রয়োজন প্রকৃতভাবে সত্যকে জানার শুদ্ধ ইচ্ছা এবং আত্মসাক্ষাৎকার প্রাপ্ত অপর এক ব্যক্তির উপস্থিতি ।

চিত্রিত ছবিটি অনুসারে, জাগরণের সময় “সেক্রাম” বা “পবিত্র অস্থি" থেকে কুন্ডলিনী উত্থিত হয়। এটি “মধ্য নাড়ী” বা “সুষুম্না” দিয়ে উত্থান কালে ছয়টি চক্রকে ভেদ ক'রে তাদের পরিপুষ্ট এবং
আলোকিত করে। 



যখন কুন্ডলিনী আজ্ঞাচত্রু ভেদ ক'রে উর্ধগতি লাভ করে তখন সাধক প্রগাঢ় শান্তি ও অসীম নীরবতায় “চিন্তাশুন্য সচেতনতা”-র বা নির্বিচারিতা-র অভিজ্ঞতা লাভ করেন।

প্রকৃত ধ্যানের এটিই প্রথম স্তর। নির্বিচারিতা”র এই স্থিতিতে প্রত্যেক দিন স্বল্প সময়ের জন্য প্রবেশ করতে পারলে আমাদের জীবনের প্রতিটি দিক অর্থাৎ শারীরিক, মানসিক, আবেগপ্রবণ ও
_. আধ্যাত্মিক, সবকিছুরই পরিবর্তন সাধিত হয় । 

আমাদের চারিপাশের জগতের সঙ্গে আমরা সুসংগতি লাভ করি, কিন্ত জীবনের প্রতিদিনের উত্থান- পতন আমাদের খুবই কম প্রভাবিত করে।



কুন্ডলিনী মস্তিষ্কের “সহস্র-কমল-দল" বিশিষ্ট সহম্রার চত্র-র মধ্য দিয়ে ব্রহ্মতালু ভেদ করে পরম চৈতন্য অর্থাৎ ঈশ্বরের সর্বব্যাপী প্রেমশক্তির সাথে মিলিত হয় । এই মিলন মাথার তালুভাগে
এবং হাতে শীতল বায়ুরূপে অনুভূত হয়। 

দেহ, মন, আবেগ ও অহংকারের সঙ্গে আমাদের একাত্মতা বোধ লুপ্ত হয়ে যায় এবং আমরা আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি।এই-ই হ'ল আত্মসাক্ষাৎকার | এ হ'ল এক অপূর্ব মুক্তির অভিজ্ঞতা ।


১২০ টিরও অধিক দেশে সহজ যোগ ধ‍্যান কেন্দ্র স্থাপিত হয়েছে এবং সহজ যোগ আজ বিশ্বজনীন মহাযোগে পরিণত। প্রত্যেকদিন হাজার হাজার ব্যক্তি আত্মসাক্ষাৎকারের অনুভূতি লাভ
ক'রে সচেতনতার উচ্চস্তরে পদার্পন করছেন। তারা আধ্যাত্মিক পরিপূর্ণতায় মুক্তির আনন্দ লাভ করছেন। 




"সৃষ্টিকর্তার শক্তির সঙ্গে আপনি যতক্ষণ না যুক্ত হচ্ছেন, আপনি আপনার জীবনের অর্থ বুঝতে পারবেন না।"


-পরম পূজ‍্যা শ্রী মাতাজী নির্মলা দেবী