স্বাধিষ্ঠান চক্র
তত্ত্ব- অগ্নি (আগুন)
গ্ৰহ- বুধ
চিহ্ন- স্টার
রত্ন- জম্বুমণি
বর্ণ- হলুদ
স্থান- কোমরের মেরুদন্ডের অংশ, হাতের আঙ্গুল, পায়ের মাঝখানের আঙ্গুল
বীজ মন্ত্র- বম্
প্রকাশ- মহাধমনী চক্র, ছয়টি পাপড়ি
দেবতা- শ্রী ব্রহ্মদেব-সরস্বতী
গুণ- সৃজনাত্বকতা, সৌন্দর্যবোধ, কলা।
নিয়ন্ত্রিত অঙ্গ-কার্য- যকৃত, আমাশা, প্লীহা, লিভার, প্যানক্রিয়াস
দোষ হওয়ার কারণ- অতিবিচার, অতিকর্মী, অসন্তুলন
দূষিত চক্রের জন্য উৎপন্ন রোগ- জতিল কোষ্ট কাঠিন্য, আজমা, সুগার
( ডায়াবেটিস), পক্ষাঘাত, রক্ত ক্যান্সার, গুহ্যরোগ
শুদ্ধিকরণ- শ্রী ব্র্হ্মদেব সরস্বতীর মন্ত্র উচ্চারণ,
শ্রী ফাতিমা হাজরত আলির মন্ত্র উচ্চারণ,
শ্রী মাতাজির থেকে শুদ্ধ বিদ্যা চাইতে হবে,
কুগুরুর থেকে দূরে থাকতে হবে।
.....হাজরত আলির নাম না নিলে স্বাধিষ্ঠান ঠিক হবে না।
প পু শ্রী মাতাজী, দিল্লী ৩১.৩.১৯৭৭
অনেকেই বলেন যে বেশি চিনি খেলে সুগার হয়, এটি সত্য নয়, চিনি খেলে সুগার হয় না। বেশি চিন্তা করলে সুগার রোগ হয়। ব্যক্তি কে বোঝাতে হবে যে বেশি চিনি ঠিক নয়। কিন্তু চিনি খাওয়া জরুরী।
সেই রকম নিজের বিচার কে থামানো খুব জরুরী।
No comments:
Post a Comment