Tuesday, August 18, 2020

Nabhi Chakra - Bengali Article

 নাভি চক্র

তত্ত্ব- জল

গ্ৰহ- গুরু

চিহ্ন- নর-মাদা

রত্ন- পান্না

বর্ণ- সবুজ

বীজ মন্ত্র- রম্

প্রকাশ- সূর্য চক্র, দশটি পাপড়ি

স্থান- নাভির পিছনে, হাতের মধ্য আঙ্গুল, পায়ের আঙ্গুল

দেবতা- শ্রী লক্ষী-নারায়ণ

গুণ- সন্তোষ, ঔদার্য, করুনা, গরিমা, উদারতা, ধর্মিকতা, সেবার ভাবনা।

নিয়ন্ত্রিত অঙ্গ-কার্য- পেট, অন্ত্র, লিভারের কিছু অংশ, পাচন ক্রিয়া।

দোষ হওয়ার কারণ-কট্টরতা, ধর্মান্ধতা, কৃপনতা, পারিবারিক অশান্তি, চালবাজি, আলোচনাত্মক স্বভাব।

দূষিত চক্রের থেকে উৎপন্ন রোগ- আত্মঘাত, মস্তিষ্ক যাত, পক্ষা যাত, শরীরের পূর্ণ ডিহাইড্রেশন, পেটের আলসার, পেটের ক্যান্সার, পেটে চর্বি

শুদ্ধিকরণ-

১) শ্রী লক্ষী-নারায়ণ এর মন্ত্র উচ্চারণ ও প্রার্থনা।

২) ঘর সংসার এবং ধনের উপর খুব লিপ্ত না থাকা।

৩) সবসময় খাবারের চিন্তা না করা।

৪) ধার্মিক জীবন যাপন করতে হবে, আত্ম্ সন্তুষ্ট থাকতে হবে।

কট্টরতা আর ধর্মান্ধতা আপনার নাভি চক্রের ক্ষতি করে।


No comments:

Post a Comment