ভবসাগর চক্র
তত্ত্ব- জল
গ্ৰহ- বৃহস্পতি
বর্ণ- সবুজ
স্থান- নাভির চারপাশ, হাতের তালুর মধ্যভাগ
ছেড়ে তালুর চারপাশ, পায়ের তালুর চারপাশ।
দেবতা- শ্রী আদিগুরু
গুণ- গাম্ভীর্য, গুরুত্বাকর্ষণ, দশ ধর্মাদেশ।
নিয়ন্ত্রিত অঙ্গ-কার্য- পেট, হৃদযন্ত্রের কিছু অংশ, পাচন ক্রিয়া।
দোষ হওয়ার কারণ-কট্টরতা, ধর্মান্ধতা, কুগুরুকে অনুসরণ করা।
শুদ্ধিকরণ- শ্রী মাতাজীকে গুরু রূপে পূজা, স্বয়ং কে গুরু মানা।
শ্রী আদিগুরু দত্তাত্রেয় এবং উনার দশ অবতরণ:-
শ্রী রাজা জনক- 13000-16000 BC- ভারত
শ্রী আব্রাহাম - 2000 BC - মেসোপটেমিয়া
শ্রী মোজেস- 1300 BC- মিশর
শ্রী জরাথুষ্ট্র- 1000 BC- পারস্য
শ্রী লাওৎসসে- 640 BC- চীন
শ্রী কনফুসিয়াস - 551 BC- চীন
শ্রী সক্রেটিস - 469 BC-গ্ৰীস
শ্রী মহম্মদ সাহেব- 570 AD ভারত
শ্রী শিরডির সাইনাথ- 556 AD ভারত
পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। (যীশু খ্রি্ট)
ঈশ্বরই আকাশ আর ধরিত্রী তৈরী করেছেন, যা কিছু পৃথিবী তে আছে, সবই ঈশ্বরের অধীনে, উনি সবার মালিক আর উনি সবার রক্ষকর্তা।
( মহম্মদ সাহেব)
যতটুকু দরকার, ততটুকু রোজকার করা যাতে তোমার দরকার টুকু পুরণ হয়। বাঁচো আর বাঁচতে দাও। সবার মালিক এক। (শ্রী সাইনাথ)
No comments:
Post a Comment