Tuesday, August 18, 2020

Anahata Chakra - Bengali Article

 অনাহত চক্র

তত্ব: বায়ু

গ্ৰহ: শুক্র

চিহ্ন: জ্যোতি

রত্ন- মানিক

বর্ণ: জামুনী

স্থান: বুকের মধ্য ভাগ, স্টারনাম হারের পিছনে।

বীজ মন্র: ইয়ম

অভিব্যক্তি - কার্ডিওপ্লেক্সেস, হাতের কনিষ্ঠ আঙ্গুল, পায়ের ছোট আঙ্গুল, বারোটা পাপড়ি।

দেবতা: শ্রী সীতা- রাম, শ্রী জগদম্বা, শ্রী শিব- পার্বতী।

গুণ: নির্ভয়তা, আত্মবিশ্বাস, সুরক্ষা, প্রেম, কর্তব্য পরায়ণতা, ধৈর্য।

আর্দশ- মর্যাদা, জন কল্যাণ ভাবনা, নির্লিপ্ততা।

নিয়ন্ত্রিত অঙ্গকার্য: হৃদয়, শ্বাসযন্ত্র, শ্বাসক্রিয়া, বাইরের এবং ভিতরের দুষ্প্রভাবের সঙ্গে লড়াই করার ক্ষমতা। বারো বছর অব্দি শরীরের অ্যান্টি বডি উৎপন্ন করা।

দোষ হওয়ার কারণ - অমর্যাদিত জীবন, স্বার্থ, মা বাবার সঙ্গে প্রেমভাব না থাকা, অসুরক্ষার ভাবনা, মোহ।

দুষিত চক্রের জন্য উৎপন্ন রোগ: হৃদয়ের রোগ, ব্রেস্ট ক্যান্সার, টি বি, ভয় পাওয়া, আজমা।

শুদ্ধিকরণ:

1) শ্রী মাতাজীর প্রতি পূজা সমর্পণ, উনাকে হৃদয়ে স্থাপন করে নিষ্ঠার সঙ্গে ধ্যান করতে হবে। শ্রী জগদম্বার মন্ত্র উচ্চারণ করতে হবে।

2) শ্রী মা এর পূজা শ্রী রাম আর শ্রী শিব রূপে করতে হবে।

3) নিজের সব উত্তরদায়িত্ব পালন করতে হবে। মাতা পিতা কে আদর করতে হবে।

4) আত্মার বিরুদ্ধে কাজ করা যাবে না। আমি আত্মা বারোবার বলতে হবে।

....সব ব্যক্তি কে ভিতরে একটি বস্ত্র পরতে হবে।.... কারণ হল এটি অনাহত চক্র কে রক্ষা করবে। এটি না পরলে অনাহত চক্রের অসুরক্ষা বেড়ে যাবে। আপনার ব্যথা হতে পারে, কাশি সর্দি হতে পারে, নানা রকম রোগ হতে পারে। যদি ঘাম হয়, ভিতরের কাপড়টি ঘাম টেনে নেবে। নাতো ওতে হাওয়া লেগে যাবে। এই ছোট জিনিস ও চক্রের ক্ষতি করতে পারে। কারণ চক্রের ও দেহ হয়। যদি দেহের ক্ষতি হয় তো ওটি চক্রের মধ্যে দেখা যাবে।

প. পু. শ্রী মাতাজী, দিল্লী।


No comments:

Post a Comment