Tuesday, August 18, 2020

Mooladhara Chakra - Bengali Article

 মুলাধার চক্র

তত্ব: ভুমি

গ্ৰহ: মঙ্গল

চিহ্ন: স্বস্থিক

বর্ণ: লাল

স্থান: ত্রিকোণাকার অস্থির নীচে, হাতে কবজির সামনে, পায়ের গোড়ালি

বীজ মন্র: ল‌‌‌‌‌‌‌ম্

আকৃতি: চারটি পাপড়ি

দেবতা: শ্রী গণেশ

গুন: অবোধিতা, পবিত্রতা, ‌‌সন্তুলন, বুদ্ধি, চুম্বকীয় শক্তি।

নিয়ন্ত্রিত অঙ্গকার্য: গর্ভাশয়, প্রোস্টেট, যৌন গতিবিধি, উৎসর্জন (জন্মের উৎস )

দোষ হওয়ার কারণ: ব্যভিচার, সমলিঙ্গক কামুকতা, তন্ত্র বিদ্যা, মাতা পিতা দ্বারা বাচ্চাকে দরপুযোগ।

দুষিত চক্রের জন্য উৎপন্ন রোগ: এডস, সেক্স সম্বন্ধে রোগ ইউটেরাস আর প্রোস্টেট গ্ল্যান্ড এর ক্যান্সার।

শুদ্ধিকরণ:

1) শ্রী মাতাজীর চরণের পূজা শ্রী গণেশের রূপে।

2) শ্রী গণেশের ১৹৮ নামের রূপে প্রার্থনা।

3) ভূমির উপর বসে শ্রদ্ধার সঙ্গে গণেশ অথর্বশির্ষম পাঠ করতে হবে।

4) অবৈধ যৌন সম্বন্ধ থেকে দূরে থাকা।

5) অশ্লীল সাহিত্য পড়া যাবে না এবং তান্ত্রিক প্রয়োগ থেকে দূরে থাকতে হবে।

6) মাটির উপর বসে শ্রী গণেশ অথর্বশির্যম পড়তে হবে। এব্ং শ্রী গণেশের ধ্যান করতে হবে। আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে।


No comments:

Post a Comment