Friday, June 26, 2020

First understand vibrations clearly

সহজ যোগ প্রচার করার সাথে সাথে তাতে গভীরতা প্রাপ্ত করাটাও জরুরী :-

তোমাদের এই ব্যাপারটা সাধনার সাথে সাথে বুঝতে হবে যে এখন তোমাদের কোয়ান্টিটি নয়, কোয়ালিটির প্রয়োজন। যদি তোমার মাথায় অনেক লোক থাকে তবে তাদের ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু যদি তোমার কাছে ক‌একটি লোক থাকে তাহলে তোমার উচিত পরমাত্মা কে ধন্যবাদ বলা।


এইরকমই ধরো যদি কোথাও তুমি কোন পাবলিসিটি করোনি আর সেখানে খুব কম লোক এসেছে তাহলে তোমার এতে সন্তুষ্ট থাকা উচিত। এর জন্য তোমার বিরক্ত হবার কোনভাবেই প্রয়োজন নেই। যে সহজ যোগ প্রসারিত হচ্ছে না।এর প্রসার হ‌ওয়াটা ততটা মহত্ব পূর্ণ নয়- যতটা মহত্ব পূর্ণ হলো এতে গভীরতা প্রাপ্ত করা। তোমার ব্যাক্তিত্বের মধ্যে এই যোগে সম্পূর্ণ লীন হয়ে যাওয়াই বেশি মহত্ব পূর্ণ।এই জন্য এখন আমার পাক্কা সহজ যোগী প্রয়োজন।

পরম পূজনীয় শ্রী মাতাজী নির্মলা দেবী।
15.05.1987 অকল্যান্ড।


So, one has to be careful, as to understand, that what we need now is quality, not the quantity.

If you have too many people around your heads, you won’t be able to manage them at all. But if you have few good people you should be thankful. That’s why, if there is no publicity that has come or there are small number of people you should be very satisfied. Not to feel sad about it, that, “See now, Sahaja Yoga is not spreading.” It’s not the spreading that is important now, it’s the deeper embedment that is important. And for that we need really solid people for Sahaj Yoga.

“First understand vibrations clearly,” Shri Ganesha puja, Auckland (New Zealand), 16th May 1987



No comments:

Post a Comment