Tuesday, September 1, 2020

21 Steps of Sahaja Yoga - Bengali Article

 সহজ যোগে একুশটি পদক্ষেপ

১) শ্রী মাতাজীর পরিচয় আমরা যেন কখনোই বিস্মৃত না হই।

২) প্রাত‍্যহিক ধ‍্যান আমাদের অবশ্যকর্তব্য।

৩) আমরা কখনোই অন‍্যের সমালোচনা করব না।

৪) আমাদের নিয়মিতভাবে পাদুকা-প্রহার, জলক্রিয়া, নাসারন্ধ্রে ঘৃত অর্পণ এবং স্পন্দন বিনিময় করতে হবে।

৫) আমরা যেন কখনোই অহংকারকে প্রশ্রয় দিয়ে নিজেদের সর্বজ্ঞ ভাবার এবং প্রত‍্যেকে আমাদের মতো চলবে ও হবে এটা মনে করার মূর্খামি না করি।

৬) সুবর্ণ অনুশাসনে সচেতনভাবে আমাদের জীবন যাপন করা উচিত।

৭) আত্মার বিরুদ্ধে আমাদের কোনো কিছু করা বা বলা উচিত নয়।

৮) আমাদের শ্রী মাতাজীর ক‍্যাসেট নিয়মিত দেখা ও শোনা উচিত।

৯) কথায় ও কাজে আমরা যেন র্ধমান্ধ না হই।

১০) পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা আমাদের অবশ্যকর্তব্য। আমাদের মর্যাদাবোধ থাকতে হবে।

১১) আমরা যেন আশ্রমে কোনো অসুবিধার সৃষ্টি না করি। আশ্রমকে হতে হবে আনন্দ ও শান্তির নীড়।

১২) আমাদের ভিতরের পরিচিত সমস‍্যাগুলি দূর করার জন্য আমাদের গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাতে হবে।

১৩) আমরা যেন নিজেদের দোষত্রুটি সম্পর্কে বাজে অজুহাত দেখানোর চেষ্টা না করি।

১৪) অন‍্যের বিচার বিশ্লেষণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে।

১৫) আমাদের সংশোধন করলে প্রতিক্রিয়া প্রকাশ করব না।

১৬) প্রতি সপ্তাহে আমাদের অন্তত একটি করে সহজ যোগের সার্বজনীন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।

১৭) আমারা কখনোই পরচর্চা করব না।

১৮) নিজেদের সময় ও সম্পদের বিষয়ে আমাদের উদার হতে হবে।

১৯) মানসিক ধারণা কে স্পন্দনের ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত নয়।

২০) আমাদের সর্বদা মনে রাখতে হবে আমরা শ্রী মাতাজীর গৃহে বাস করি।

২১) আমরা সহজের কাজের থেকে ব‍্যক্তিগত বিষয়ে অগ্ৰাধিকার দেব না।

No comments:

Post a Comment